বিশেষ প্রতিনিধি::
সিলেটের শাহপরান খাদিমনগর পীর মঞ্জিল হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রঃ) কদ্রিছ শাহ /কন্যা শাহ এর অন্যতম খলিফা ও মাজারের প্রধান খাদেম আলহাজ শাহ আজমল আলী (রঃ) গত রাত ১০ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন….. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আজ (১৮ ই মে) আছরের নামাজের পর হযরত শাপরান( রঃ) মাজার প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে জানাজায় ইমামতি করেন শামসুল উলামা আলহাজ্ব হযরত শাহ আব্দুল লতিফ ফুলতলী( রঃ) সুযোগ্য পুত্র হযরত মাওলানা কমর উদ্দিন ফুলতলী। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ও ভক্ত-আশেকানদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হযরত আজমল আলীর (রঃ) পীর মুর্শিদ আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রঃ) কদ্রিছ শাহ কন্যা শাহ মাজারের বিতরে তিনির মুর্শিদের স-নিকটে দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply