মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর ও দিরাই থানার মধ্যবর্তী প্রয়াত জাতীয় নেতা বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের জন্ম ভূমি ভুরাখালী গ্রামের পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার কামারখালী নদীর উপর দাড়িয়ে আছে একটি রাস্তা বিহীন ব্রীজ। ৫/৬ বছর পূর্বে নির্মান করা এই ব্রীজের দুই দিকে সংযোগ রাস্তা না থকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভাটি অঞ্চলের মানুষদের।
জানাযায় কামারখালী নদীর উপর ৭০.০০ আরসিসি ব্রীজটি বিগত ১১ এপ্রিল ২০১৫ ইং সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিরাই ব্রীজটির নির্মান করেন এবং ব্রীজটি উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামিলীগের বর্ষিয়ান নেতা দিরাই শাল্লার সংসদ সদস্য স্বর্গীয় বাবু সুরঞ্জিত সেন গুপ্ত।
আজ ২৭ মে সরজমিনে ঘুরে দেখা যায়, ভাটি অঞ্চলের মানুষের জগন্নাথপুর ও দিরাই উপজেলার সাথে যোগাযোগের একমাত্র এই ব্রীজ। কোন রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে দেখা যায় এই ব্রীজটি পানির উপর ভেসে আছে। মনে হয় যেন পানির উপর দাড়িয়ে থাকা ব্রীজটি সামাজিক দুরত্ব বজায় রাখছে। বর্ষায় যেমন তেমন হেমন্তেও থাকেনা ব্রীজটির দুই পার্শ্বে মাটি। ব্রীজটির সংযোগ রাস্তা না থাকায় জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয় ভুরখালী, গ্রামের জগদল উচ্চ বিদ্যালয় ও জগদল মহাবিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি ছাত্র ছাত্রী, শিক্ষক ও ব্যবসায়ীদের।
জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের লিলু মিয়া বলেন, এই ব্রীজ দিয়ে ভাটি অঞ্চলের দিরাই উপজেলার মানুষ জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ জেলা সদর ও বিভাগীয় শহর সিলেটসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে প্রচুর সময় ও অর্থ বাচে আবার জগন্নাথপুর উপজেলার মানুষ দিরাই উপজেলায় যাওয়ার একমাত্র রাস্তার এ ব্রীজটির দুই পার্শ্বে সংযোগ রাস্তা না থাকায় এই ব্রীজটি আমাদের কোন কাজে আসছেনা। এই ব্রীজটি নির্মান করার পর এভাবেই পরে আছে।উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসছেনা।
দিরাই উপজেলার গরমা, এখতিয়ারপুর, রায়বাঙ্গালী, হালেয়া,জগদল গ্রামের অনেকই জানান, আমরা বেশীর ভাগই জগন্নাথপুর বাজারে হাট বাজার করি এবং জগন্নাথপুর হয়ে আমাদের জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহর সিলেট যাতায়াতে অনেক সুবিধা। কিন্তু বর্ষায় আমাদের একমাত্র ভরসা নৌকা। সময় মতো নৌকা ধরতে না পারলে এই দিন সেখানেই থাকতে হয়। তারা আরো বলেন ব্রীজটি নির্মান করা হয়েছে টিকই কিন্তু ব্রীজের দুই পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় কোন কাজে আসছেনা। আমরা চাই জগদল বাজার থেকে রায়বাঙ্গালী হয়ে এবং ব্রীজের গোড়ার পূর্ব হইতে জগন্নাথপুর চিলাউড়া সংযোগ রাস্তার সাথে আভুরা করে রাস্তাটি নির্মান করা হলে বর্ষা মৌসুমে আমরা জেলা সদর ও বিভাগীয় শহরে যাতায়াত করতে সুবিধা হতো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দিরাই শাল্লার সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নিকট দাবী জানাচ্ছি আমাদের ভাটি অঞ্চলের মানুষের এই চরম দুর্ভোগ লাগবে এই ব্রীজ এবং রাস্তার দিকে একটু নজর দিলে আমরা উপকৃত হতাম।
দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের সদস্য মনু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রীজটি নির্মানের পর ব্রীজের গোড়ায় সংযোগ না থাকায় আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিরাই কর্মকর্তার সাথে যোগাযোগ করলে কোন কাজে আসেনি। এবছর আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে কিছু টাকা উঠাইয়া ব্রীজের গোড়ার সামান্য মাটি ভরাট করে ব্রীজ দিয়ে চলাচল করছি
Leave a Reply