জগনাথপুর অফিস :-
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে। জানাযায়, কাদিপুর গ্রামের অধীর বিশ্বাস ও সুবল বিশ্বাসের মধ্যে মামলা মোকাদ্দমা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে সুবল বিশ্বাস (৪০), শশী বিশ্বাস(৭৫), স্বপন বিশ্বাস (২৫), ধনঞ্জয় বিশ্বাস (৫০), অধীর বিশ্বাস ( ৫৫), রতিশ বিশ্বাস(৩০) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রতিশ বিশ্বাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেভর্তি করা হয়েছে।
Leave a Reply