ষ্টাফ রিপোটারঃ
অরাজনৈতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি সিলেট বিভাগীয় কার্যকরী কমিটির(আংশিক) নাম ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা বিবেচনা করে গতকাল ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আলোচনা সভা শেষে সিলেট বিভাগের প্রস্তাবিত কমিটি (আংশিক) নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সিলেট বিভাগীয় কার্যকারী কমিটির আংশিক নাম ঘোষণা করেন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমেদ।
সিলেট বিভাগীয় কার্যকরী কমিটির সভাপতি আশাহীদ আলী আশা, সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে এলাহী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ এস এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক কাজী জসিম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক শেখকামাল হোসাইন, এম সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রাহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন রবি দাশ, দপ্তর সম্পাদক মাঈনুল ইসলাম মাহিন, নির্বাহী সদস্য এস এম খলিলুর রহমান ও মোঃ সজলু। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হবে। এদিকে সিলেট বিভাগীয় কার্যকরী কমিটির আংশিক নাম ঘোষণা করায় সিলেট বিভাগীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ সহ সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply