রিয়াজ রহমান :
করোনা ভাইরাস এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩হাজার ২শত টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর বাজার ও কলকলিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত স্বাস্থ্য বিধি না মানায় ৮জনকে ১হাজার ৪শত টাকা জরিমানা করেন। এদিকে মাস্ক ব্যবহার না করার অপরাধে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস পৌর শহরের হাসপাতাল পয়েন্ট, কেশবপুর, ভবের বাজার ও উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে ১২জনকে ১হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত কররতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply