হিফজুর রহমান তালুকদার জিয়া ::
সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য পদে উপ- নির্বাচন সুষ্টভাবে সম্পূর্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত। এতে সৈয়দ তছলিমুর রহমান দুলাল তালা প্রতিকে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: সমছু মিয়া (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ২২ ভোট। এছাড়া জাহাঙ্গীর হোসেন কোরেশী মুকুল (ঘুড়ি) প্রতীক শূন্য ভোট পেয়েছেন। নির্বাচনে ১ টি ভোট বাতিল ঘোষনা করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলার পাটলি, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া,আশারকান্দি ও পাইলগাঁও সহ ৭ টি ইউনিয়ন নিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড গঠিত। ৭ টি ইউনিয়নের ৯০জন জনপ্রতিনিধি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২জন। উল্লেখ্য জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাব্বির মিয়ার মৃত্যুতে এই ওয়ার্ড শূন্য হয় এবং শূন্য ওয়ার্ডে উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply