মো: আবদুল ওয়াহিদ : জগন্নাথপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায় বিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুনীর্র্তি করে যাচ্ছেন। সম্প্রতি বিদ্যালয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মৌসুমী ফল আম, কাঠাল ও নারিকেল বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, বিদ্যালয়ের আম, কাঠাল ও নারিকেল গাছগুলোতে বাম্পার ফলন হয়েছে। যা বিক্রয় করলে লক্ষাধিক টাকা বিদ্যালয়ের উন্নয়নের কাজে লাগত। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ফলগুলো বিক্রয় করে পকেট ভারী করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায় গাছের ফলগুলো বিক্রয়ের কথা অস্বীকার করে বলেন আমরা শিক্ষক এবং কর্মচারীরা ভাগ করে নিয়ে গেছি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখব।
Leave a Reply