মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মুসলিম ধর্মাবলম্ভীদের পবিত্র ঈদুল আযহার জামাত সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুলাই বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে আটার মধ্যে জগন্নাথপুর উপজেলার সকল মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়। এতে উপজেলার কোন মসজিদে স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং মাস্ক পরিধান ছাড়াই ধর্মপ্রান মুসল্লীরা ঈদের জামাতে অংশ নেন।
এদিকে ঈদুু আযহার নামাজের পর উপজেলার সকল মসজিদে মসজিদে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমনের হাত বিশ্ব মানবজাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জগন্নাথপুর উপজেলার প্রতিটি মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত শান্তিপূর্নভাবে আদায় করাা হয়ছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply