মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমনরোধে সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিনসুনামগঞ্জ উপজেলায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগন মাঠে নেমেছেন।
আজ ২৫ জুলাই রবিবার জগন্নাথপুর ও দক্ষিনসুনামগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতামূলক প্রচারনা ও বাজার মনিটরিং করা হয়। স্বাস্থবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাপক প্রচারনা চালানো হয়।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া স্বাস্থবিধি মেনে চলা এবং জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করার জন্য জনসাধারনকে উদ্ভোদ্ধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবুল হাসানাত মোঃ খায়রুল বাশার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুজ্জামান, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
Leave a Reply