জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগষ্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে বাজার বনিক সমিতির কার্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক আলোচনা সভা ,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আইয়ুব আনসারী। এই সময় উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক মো: নূরুল হক, উপজেলা কৃষক লীগ নেতা জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জাহির উদ্দিন, শ্রমিকলীগ নেতা রব্বানী মিয়া, শাহ্ আব্দুর রাজ্জাক, শরিফ হোসেন সিপন, আলফু মিয়া, তৈয়ব আলী ভান্ডারী ,এয়াওর মিয়া, বাবুল দাস, বিশ্ব বৈদ্য, তরুন মিয়া. শমসের মিয়া, আব্দুল হক, শানুর মিয়া, সাবেক মহিলা কাউন্সিলর মিনা রানী পাল, সৈয়দ সৈয়দ, মহসিন খাঁন, বিকাশ রঞ্জন রায় বিকু, গোলাপ মিয়া, ছোবা মিয়া, সৈয়দ জয়তুন মিয়া, মো: তৈয়মুজ আলী, ছাব্বির মিয়া, ফকির আজিজ, রফু মিয়া, বিল্পব পাল, মো: ইদন মিয়া, মো: লিটন মিয়া, ফারুক আহমদ, দিলোয়ার হোসেন মুন্না, মঈনুল ইসলাম, সুন্দর আলী, মো: সৈয়দ হিলাল আহমদ, মো: আনর মিয়া, গাজী নুনু মিয়া, মো: আলী হোসেন, মো: আমির আলী, মো: সাজ্জাদ চৌধুরী, মো: রুহেল মিয়া তালুকদার, মো: আহমদ আলী, রনধির কান্তি রায় নান্টু, মিনতা রানী নাথ, মো: আঙ্গুর মিয়া, মো: সেজু মিয়াসহ বিভিন্ন স্থরের শ্রমিক লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply