বিশেষ প্রতিনিধি ::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহদিরকোনা গ্রামের ওমান প্রবাসী কাওছার মিয়ার স্ত্রী দিলারা আক্তার (৩০) গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আত্নাহত্যা করেছে। ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় রান্না ঘরের বাঁশের তীরের সাথে দিলারা কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দিলারার শশুর রমিজ মিয়া। তড়িৎ গতিতে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দিলারা’কে মৃত ঘোষণা করেন। এঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। দিলারার পরিবারের দাবী দিলারা আত্নহত্যা করেনি তাকে মেরে ওড়না দিয়ে লটকিয়ে রাখা হয়েছে। দিলারার শশুর এমন দাবী অস্বীকার করে বলেন আমার ছেলে ৪/৫ মাস যাবৎ টাকা পয়সা না দেয়ার কারণে দিলারা আত্নহত্যা করেছে। এলাকাবাসী বলছেন দিলারার শাশুড়ী রওশনা প্রায়ই দিলারাকে মানসিক নির্যাতন করতো, দিলারার বিরুদ্ধে ছেলে কাওছারের নিকট অনেক সময় মিথ্যা অভিযোগ ও করতো। এ কারণেই দিলারা আত্নহত্যা করতে পারে বলে তাদের ধারনা। চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে মর্গে লাশ প্রেরন করেন।
Leave a Reply