চুনারুঘাট প্রতিনিধি::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের রফিক মিয়ার বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জোসনা বেগম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার বেজপাড়া গ্রামের আমিনুল ইসলাম মিন্টুর স্ত্রী।
জোসনা দীর্ঘদিন ধরে উবাহাটার রফিক মিয়ার বাসা ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছে। বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল রবিবার সকাল ১০ টার দিকে ডিবির এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
Leave a Reply