স্টাফ রিপোর্টার::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে মঙ্গলবার সকালে পুলিশ আসামী ধরায় বাদীর বাড়ীতে হামলা-ভাংচুর করেছে আসামী পক্ষের লোকজন। এসময় হামলায় শিশুসহ দু’মহিলা আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদও আধূনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযোগ সূত্রে জানাযায়- ২৭ জুলাই সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার মালিকাধীন জমি একই গ্রামের ছালেক মিয়া ও মাহফুজ মিয়াগংরা জোরপূর্বক দখল করতে যায়। এসময় জাহাঙ্গীর মিয়া বাধা দিলে ছালেক মিয়াগংরা তাদেও উপর হামলা ও মারধোর করে। এতে জাহাঙ্গীরের মা সুফিয়া খাতুন তাছলিমা আক্তারসহ ৫ জন গুরুত্বর আহত হয়। এ ঘটনায় জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে ছালেক মিয়াগংদেও বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিঞ্জ বিচারক মামলাটি এফআইআর পূর্বক তদন্ত কওে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ প্রদান করেন। আদালতের আর্দেশক্রমে থানার অফিসার ইনচার্জ মামলাটি এফআইআর করে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির আইসিকে তদন্ত করার নির্দেশ প্রদান করেন। মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ইসরাফিল গোপন সূত্রে খবর পেয়ে ওই মামলার আসামী ছালেক মিয়া (২৬) ও মাহফুজ মিয়া (৩৮) দাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। এতে আসামী পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বাদী জাহাঙ্গীরের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করতে থাকে। হামলা জাহাঙ্গীরের স্ত্রী মারুফা আক্তার(২৬) জালাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (২৬) ও তার ৩ মাসের শিশু সন্তান রিহান মিয়া আহত হয়। এ সময় ৯৯৯ ন্বামারে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হলে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জাহাঙ্গীর মিয়া জানান-মাহফুজ মিয়াগংরা এলাকায় প্রভাবশালী ও দাঙ্গাবাজ। তাদের বিরুদ্ধে ইউ/পি অফিনে অনেক বিচার-আচার হয়েছে। আমার মাসহ অনেকরেই মারধোর কওে রক্তাক্ত জখম করেছে। মামলা করেও রেহাই নাই। তাদের ভয়ে আমিসহ পরিবারের লোকজন বাড়ী-ঘর ছাড়া।
Leave a Reply