নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত মো. নুরুল ইসলাম সুমন (১৯) ঘটনার সাথে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া এলাকার রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার (ওসি) মো. এমরান হোসেন।
তিনি জানান, ২৩ জুলাই রাতে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার কমিটির সহ-সভাপতি মো. সাবাজুর রহমান ও তার ছোট ভাই তহিবুর রহমানের ২টি মোটরসাইকেল নিজ বাসার বারান্দা থেকে চুরি হয়। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি নিয়মিত মামলা হয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে গত ৭ সেপ্টেম্বর আড়াইটার দিকে সদর উপজেলার মাছুলিয়া থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় নুরুল ইসলাম সুমনকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে পাঠালে সে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
Leave a Reply