বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া রানীগঞ্জ শাখার উদ্দোগে আজ ২০ সেপ্টেম্বর যোহরের নামাজের পর রানীগঞ্জ বাজার দারুস সুন্নাহ আলীম মাদ্রাসা জামে মসজিদে রানীগঞ্জ এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রঃ) এর সুযোগ্য উত্তরসূরী আল্লামা হাফিজ মাওলানা মোঃ ফখর উদ্দীন সাহেব ফুলতলী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ দারুস সুন্নাহ আলীম মাদ্রাসার সভাপতি হাজী মোঃ সুন্দর আলী সাহেব। আরো উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোঃ গিয়াস উদ্দিন সাহেব। হবিবপুর আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালী, রানীগঞ্জ আল-ইসলাহ ইউপি শাখার সভাপতি হাফজ মোঃ সুন্দর আলী সাহেব।
কাজী নজরুল ইসলাম নিজামী রানীগঞ্জ দারুস সুন্নাহ আলীম মাদ্রাসার শিক্ষক। রানীগঞ্জ ইউপি আল-ইসলাহ শাখার সাধারণ সম্পাদক ক্বারী মোঃ মাসুক আহমদ। রানীগঞ্জ ইউপি আল-ইসলাহ শাখার উপদেষ্টা মৌঃ মোঃ আব্দুল তাহিদ (সাংবাদিক)। রানীগঞ্জ ইউপি তালামীযের কর্মীগন ও উপস্থিত ছিলেন।
(প্রেস বিজ্ঞপ্তি)…….
Leave a Reply