স্টাফ রিপোর্টর::
ঐতিহ্যবাহি জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আজ (২০ শে সেপ্টেম্বর) সোমবার পৌরভবন কেন্দ্রে সকাল ৯.৩০ মিনিটের সময় নির্বাচন শুরু হয়ে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিে সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সহসাধারণ সম্পাদক পদে ৪ জন অংশ গ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১২৭৯ এর মধ্যে ১১৭২ টি ভোট কাস্ট হয়। ছাতা প্রতীক নিয়ে ৪৯০ টি ভোট পেয়ে তৃতীয় বারের মতো মোঃ জাহির উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচন হন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মোঃ মশাহিদ মিয়া ভূইয়া ৪০৪ টি ভোট পেয়েছেন,
সহসাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে বিশ্ব বৈদ্য ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোবাইলে প্রতীক নিয়ে মোঃ লিটন মিয়া ৪০৪ টি ভোট পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ডাঃ আবদুল আহাদ তাদেরকে বিজয়ীদের ঘোষণা করেন।
Leave a Reply