শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সারা দেশে করোনাভাইরাসের গণটিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। তার দ্বারা বাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুরে গণটিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়” সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত” উপজেলার ৭টি ইউনিয়নে ২১টি বুথের মাধ্যমে গণটিকার সেবাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে । শুধুমাত্র যাঁর নিবন্ধন করেছেন” তারাই গণটিকা গ্রহণ করতে পারবেন। নিবন্ধন বিহীন ও টিকা গ্রহণের ম্যাসেজ বিহীন কাউকে টিকা দেয়া সম্ভব হবেনা।
উপজেলার প্রতিটি ইউনিয়নে আনুমানিক সাড়ে ১২শত থেকে ১৩শত টিকা প্রদান করা হবে ।
কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন” এর জন্য নির্ধারিত ইউনিয়ন ভিত্তিক টিকা কেন্দ্রের তালিকা
১” শ্রীপুর উত্তর ইউনিয়ন – ১) বীরেন্দ্রনগর কমিউনিটি ক্লিনিক
(২)কলাগাও চারাগাও ট্রলি মালিক সমিতি অফিস।
২” শ্রীপুর দক্ষিন – ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৩” বড়দল উত্তর – ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৪” বড়দল দক্ষিন – আনন্দ বাজার আওয়ামীলীগ অফিস।
৫” বাদাঘাট ইউনিয়ন – ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৬” তাহিরপুর সদর – ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৭” বালিজুরী ইউনিয়ন – ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃপঃ কর্মকর্তা ডাক্তার সৈয়দ আহমেদ শাফী এর সত্যতা নিশ্চিত করেন। তিনি সকলের কাছে অনুরোধ জানান’ আপনারা নিবন্ধন করুন’ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করুন’ সুস্থ থাকুন’ সুস্থ রাখুন।
Leave a Reply