হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জে মাধবপুরে জাতীয় কন্যা দিবস-২১ পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয়ছিল ‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে হব সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ব।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।
উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি হল সুপারভাইজার রোকসানা পারভীন সঞ্চালনায় এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতরা সুলতানা ,মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, তথ্য কর্মকর্তা মেরিনা নাসরিন, সিনিয়র সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, রাজীব দেব রায় রাজু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ অনেকেই। সভা শেষে কিশোর ক্লাব আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply