দেশ বাংলা ডেস্ক::
দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগানো, সিলেটের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম নয়া দামান গানের পর এবার ‘নয়া কইন্যা’ শিরোনামে একটি নতুন চমক হিসেবে চমৎকার একটি গান নিয়ে আসছেন। আগামী রোববার (৩রা অক্টোবর) রাত ৯টায় মানিক চাঁন ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং করেছেন জীবন চন্দ্র দাস। গানটির কথা লিখেছেন লন্ডন প্রবাসী লেথক মানিক চাঁন । সুর ও সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। গানটিতে মডেল হয়েছেন এসকে তিশা।
গানটি প্রসঙ্গে শিল্পী তসিবা বেগম বলেন, ‘করোনার সময়ে গানটি করেছি। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গানটির কাজ করেছি। গানটির ভিডিওতে অনেক ভালো অভিনয় করেছেন আমার সহ শিল্পীরা। আশা করছি গানটি সবার ভালো লাগবে। দর্শক মহলে ভালো লাগলেই, এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সবাইকে গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷
Leave a Reply