হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
বর্তমান সরকার টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা অর্থাৎ এসডিডি বাস্তবায়ন উপলক্ষে সরকারের সব টটি অবিস্ট বাস্তবায়নের উদ্দেশ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাধবপুর হবিগঞ্জ সরকারের ঘোষিত ছয় নাম্বার,ছয়ের এ অর্থাৎ সুপ্রিয় পানি সরবরাহ এবং ছয়ের বি স্যানেটেশন বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছেন মাধবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এবিষয়ে মাধবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির এর সাথে শনিবার(০২ অক্টোবর)সকালে কথা হলে তিনি জানান যে, এরি দ্বারা বাহিকথায় মাধবপুরের বিভিন্ন স্হানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।এবং মাধবপুর পৌরসভায় আমাদের টিটম্যান ফালান ও ওভারেন্ট ট্যাংকের কাজ সুস্পূর্ণ হয়েছে।ট্যাংকটি নির্মাণ করা হচ্ছে মাধবপুর গরুবাজারে।এর থেকে সেবা পাবে পৌর শহরের সকল বাসিন্দারা।
আমরা খুব শীঘ্রই এটি শুভ উদ্বোধন করবো।এবং এটির পাশাপাশি আমরা এলজিইডি সাথে সমন্বয় করে উপজেলার বিভিন্ন স্কুলের মধ্যে আমরা ওয়াড ডপ নির্মাণ করছি। ওয়াড ডপ থেকে বাচ্চারা নিয়মিত হাত ধোঁয়ার নিয়ম কানুনে পরিনতি হবে এবং যেসব বাচ্চারা খোলা জায়গায় পায়খানা মলমুত্র ত্যাগ করার অভ্যাষটা পরিবর্তন হবে।আর সরকারের ঘোষিত উন্নয়ন লক্ষ মাত্রা বাস্তবায়ন হবে।
Leave a Reply