হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাজমা চৌধুরী নামের এক পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, নাজমা চৌধুরীর সাথে তার শাশুড়ী শফর চাঁন বিবির প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো।
গতকাল দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে একপর্যায়ে শ্বাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে নাজমা।
পরে স্হানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করে। চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসলে বুধবার (৬ অক্টোবর) ভোর রাত ৩ টায় শফর চাঁন বিবি (৭০) পুনরায় অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুক আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply