তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে একের অধিক তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি খবর পাওয়া গেছে।
স্থানীয় ও এলাকা বাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে, উপজেলার শ্রীপুর(উত্তর) ইউনিয়নের নতুন বাজারের পাশর্বর্তী’ সড়ক পাড়ায় সামিরুল ইসলামের নতুন বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সামিরুল ইসলাম জানান, (৭অক্টোবর) বৃহস্পতিবার রাত ১০টার দিকে সড়ক পাড়া নতুন বাড়ির ঘরে আসবাবপত্র রেখে দরজায় তালা দিয়ে পুরান বাড়িতে চলে যাই।
সকাল ১১টার সময়, এসে দেখতে পাই, দরজার তালা ভাঙা। এসব দেখে ঘরের ভিতরে গিয়ে দেখি ঘরে থাকা টেবিল, চেয়ার,ওয়াটডুপ,ডেসিন টেবিল,ও গুমানোর কাটসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চুরি গেছে।প্রায় ২লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে, বলে দাবি করেছেন ভুক্তভোগী ।
স্থানীয় এক যুবক শুভানূর জানান, সকালে উঠেই শুনতে পাই, তালা ভেঙে , শামীরুল ইসলামের ঘরে থাকা আসবাবপত্র নিয়েগেছে, সে একজন ভাল মানুষ। অনেক কষ্ট করে এই বাড়ি নির্মাণ করে, আসবাবপত্র যোগার করেছিল। কিন্তু দুর্বৃত্তরা পলকেই ধবংস করে দিয়েছে। আমি উদ্ধতর্ন কর্তৃপক্ষের কাছে” এই দুর্বৃত্তদের শান্তির দাবী করছি। যাতে করে এলাকায় এমন ঘটনা আর না ঘটে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলামের কাছে চুরি হওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, চুরি হওয়া ঘটনাটি আমাকে অবগত করেছে সামিরুল ইসলাম।
এ ব্যাপারে, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা’ এ এস আই খাইরুল ইসলামের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে,তিনি বলেন আমার ড্রাইভারের কাছে শুনেছি নতুন বাজারের সড়ক পাড়ার একটি ঘরের তালা ভেঙে আসবাবপত্র
ভাংচুর করেছে দুর্বৃত্তরা। কিন্তু ডাকাতি ও চোরি হয়েছে এমন ভাবে বিষয়টি শোনেনি,তবে আগামী কাল সরজমিনে ঘটনাস্থলে যাব।
Leave a Reply