শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে”৬ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবির জোয়ান ।
১১ অক্টোবর ভোরে লাউরগড় বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে’ তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ৭৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১,১৪,০০০/- টাকা।
অন্য দিকে ১১ অক্টোবর ভোরে চানঁপুর বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে’ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ২১,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৩৫,৭০০/-
অপরদিকে ১০ অক্টোবর ‘ লাউরগড় বিওপির টহল পৃথক পৃথক অভিযান চালিয়ে’ উপজেলার বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ ও যাদুকাটা নদী নামক স্থান হতে ২০০ কেজি ভারতীয় কয়লা, ২১ ঘনফুট পাথর , ২টি ঠেলাগাড়ী,৬টি বারকী নৌকা ৪টি ইঞ্জিন আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৫৫,১২০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক
তসলিমা এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, পাথর, বিড়ি, ঠেলাগাড়ী, বারকী নৌকা ও ইঞ্জিন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply