স্টাফ রিপোর্টার::
প্রাচীন বাংলার একটি খণ্ডরাজ্য ছিল এই জগন্নাথপুর প্রাচীন লাউর রাজ্যের একটি প্রদেশ ছিল, “ পাণ্ডুয়া “ নামক এই বর্তমান জগন্নাথপুর । ১১৮৫ সালে পাণ্ডুয়াকে প্রসাশক রাজকুমার বিজয় মানিক্য একটি স্বাধীন খণ্ড রাজ্য ঘোষণা করে নিজে পাণ্ডুয়ার স্বাধীন রাজা হিসাবে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন । রাজা বিজয় মানিক্যের নিজেস্ব মুদ্রা “ ছেক্কা “ নামে সে সময়ের পাণ্ডুয়া রাজ্যের প্রচলিত মুদ্রা ছিল । ১২৩৫ থেকে ১২৭২ সাল পর্যন্ত পাণ্ডুয়ার রাজা ছিলেন জগন্নাথমিশ্র ( জগন্নাথ সিংহ ) এর পর তাঁর পুত্র রামনাথমিশ্র ( রামনাথ সিংহ ) ১২৭৩ খেকে ১৩২৪ সাল পর্যন্ত রাজত্ব করেন । রামনাথ সিংহের রাজত্ব কালে তাঁর বাবার নামানুসারে রাজ্যের নাম বদল করে জগন্নাথপুর রাজ্য নামকরন করেন ও পাণ্ডুয়া রাজ্যের নামের অনুকরণে রাজধানীর নামকরন করেন পেরুয়া । ( বর্তমানে পেরুয়াতে জগন্নাথপুর উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্স রয়েছে) তথ্য: ( ১) সিলেট বিভাগের ইতিবৃত্ত-ড. মোহাম্মদ মুমিনুল হক ( ২০০২ ) ( ২) শ্রীহট্টের ইতিবৃত্ত ( পূর্বাংশ )-অচ্যুতচরণ চৌধুরী ( ১৯১০ ) ও প্রাচীন জগন্নাথপুর ( পাণ্ডুয়া ) রাজ্যের ইতিবৃত্ত -মোহাম্মদ গুলজার হোসাইন মহালদার ( ২০১৮ ) । কাজেই এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত যে জগন্নাথপুর সিলেট বিভাগের একটি প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ অন্চল । সে সময়ে সিলেট জেলার থানা সংখ্যা ১০ টি অর্থাৎ বেশী থানার দোহাই দিয়ে প্রশাসনিক ভাবে জগন্নাথপুরকে সুনামগঞ্জের সাথে দিয়া দেওয়া হয়েছিল যদিও জগন্নাথপুরের দূরত্ত্ব সিলেটের সাথে সুনামগন্জের দূরত্বের চেয়ে কম, আবার জগন্নাথপুর এলাকাবাসীর ভাষা-সংস্কৃতির দিকেও ৯০% মিল রয়েছে সিলেট এলাকাবাসীদের সাথে । কিন্তু সুনামগন্জবাসীদের সাথে মাত্র ১০% মিল রয়েছে । আর জগন্নাথপুরকে সুনামগন্জ জেলার সাথে দেওয়ার জন্য জগন্নাথপুরের কাঙ্খিত উন্নয়ন হয়নি । কারণ সুনামগন্জ জেলা এমনিতেই উন্নয়নের দিকে অবহেলিত একটি জেলা । জগন্নাথপুর এলাকাবাসী তাঁদের দৈনন্দিন কাজের শতকরা ৯০% কাজ সিলেট সদরে এসেই সম্পন্ন করে থাকেন, শুধু আইন সংক্রান্ত বিষয়ক কাজ বাদে ।এখন আবার সুনামগন্জ জেলায় উপজেলা ও থানা সংখ্যা রয়েছে জগন্নাথপুর সহ সর্বমোট ১২ টি । আর জগন্নাথপুর হলো জেলার একদম পূর্বান্চলীয় উপজেলা , সিলেট জেলার বিশ্বনাথ ও উসমানী নগর উপজেলার সীমান্ত এলাকায় অবস্হিত জগন্নাথপুর উপজেলা । কাজেই এককালের একটি দেশীয় রাজ্যের ঐতিহ্যবাহী জগন্নাথপুরকে দয়া করে এলাকাটির মর্যাদা বুঝে আর সুনামগন্জের সাথে না রেখে সিলেট জেলার সাথে ফিরিয়ে দেওয়া হক, আর না হয় সুনামগন্জ ও সিলেট এবং হবিগঞ্জ জেলার সাথে জগন্নাথপুরের দূরত্ব বিবেচনা করে প্রশাসনিক সুবিধা ও মানসম্মত উন্নয়নের তাগিদে “ শরিয়তপুরের” মত আরেকটি নূতুন জগন্নাথপুর জেলা প্রতিষ্ঠা করা হক ( জগন্নাথপুর উপজেলা , সম্পূর্ণ বিশ্বনাথ উপজেলা , বালাগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার কিয়াদংশ নিয়ে ) । সুনামগন্জ জেলার সাথে জগন্নাথপুর উপজেলার অর্ন্তভূক্তিকে জগন্নাথপুর উপজেলাকে নির্বাসনে পাঠানোর মতই বুঝায় । অচিরেই নূতন জেলা প্রতিষ্ঠা করতে না পারলে জগন্নাথপুরকে সিলেট জেলার সাথে অর্ন্তভূক্ত করা হক এটিই এ এলাকাবাসী ভুক্তভোগি মানুষের ন্যায্য ও প্রাণের দাবী । বাংলাদেশ আইন মন্ত্রণালয় ও সংসদীয় আইন বিষয়ক কমিটিকে আশাকরি আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জরুরী ভিত্তিতে নির্দেশনা প্রদান করে জগন্নাথপুরকে একটি নূতন জেলায় রুপান্তরিত করতে অথবা সিলেট জেলার সাথে অর্ন্তভূক্তি করার নির্দেশনা প্রদান করবেন ।
মোহাম্মদ গুলজার হোসাইন( গুলফর মিয়া ) সেইন্ট আলবান্স-ইউকে ।
চলবে
Leave a Reply