কাউছার আহমেদ শিহাব বানিয়াচং প্রতিনিধি ঃ –
বানিয়াচংয়ে ৩ নং ইউনিয়নের অন্তগত বড় সড়কে দোকান বাকি চাওয়ায় মোঃবাসিক মিয়া( ৩০) পিতা রিয়াসত উল্লাহ নামের এক ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। অভিযোগ রয়েছে একই এলাকার হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি ইমন মিয়া গং এই হামলার ঘটনাটি ঘটিয়েছে। ইমনকে এ সময় সহায়তা করেন সুমন মিয়া,ছাউধন মিয়া, পিতা মোতাব্বির মিয়া, তামিম,শাকিল পিতা লেচু মিয়া,খেলু মিয়া পিতা আব্দু শহিদ, ফরহাদ মিয়া পিতা আব্দুল কদ্দুস গং বলে আহত বাসিক মিয়া জানিয়েছেন । সরজমিনে জানা যায় গতকাল আহত বাসিক মিয়া দোকান বাকির ১০০ টাকা দিতে বলেন ইমন মিয়া কে, কিন্তু ইমন মিয়া দোকান বাকির টাকা দিতে অস্বীকার করায় বাকবিতন্ড হয় দুজনের মধ্যে।এরই রেশ ধরে গত ২২/১০/২১ রাত এগারোটায় বাসিক মিয়াকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ইমন গংরা। বাসিক মিয়া বর্তমানে চিকিৎসাধীন আছে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার ইসতিয়াক জানান, বাসিক মিয়া গুরুতর আহত মাথায় ধারালো অস্ত্রের আঘাত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।বাসিক মিয়ার হাত ভাংগার কারনে অর্থপেডিক না থাকায় রোগী কে উন্নত চিকিৎসার জন্য রেপার্ড করা হবে।এলাকা বাসী জানান কমলা বিবি হত্যা মামলার আসামি ইমন মিয়া এলাকায় বেপরোয়া চলাফেরা করেন এবং সবার সাথেই উগ্র আচরণ করেন। ইমন গংদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন এলাকাবাসী।।
২৩ অক্টোবর।।
Leave a Reply