মো. শাহীন আলম, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামালগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের।
শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় জামালগঞ্জ থানায় উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন- জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী বর্মণ, কোষাধ্যক্ষ নেহার দেবনাথ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল্লাহ আল মামুন ও মহসিন কবির প্রমুখ।
মতবিনিময়কালে নবাগত ওসি মীর মো. আব্দুন নাসের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply