জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের জন্য ব্র্যাক ওয়াশ নির্মিত ওয়াটার পয়েন্টর উদ্ধোধন করা হয়েছে। ৮ নভেম্বর সোমবার দুপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ওয়াটার পয়েন্টের উদ্ধোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ব্র্যাক ওয়াশ কর্মসূচি সুনামগঞ্জ এরিয়া সুপার ভাইজার মো: হুছেন আলী, কর্মসূচি সংগঠক মো: আমজাদ হোসেন, জহিরুল ইসলাম,জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রাশেদুল ইসলাম, মাঠ সংগঠক মো: কামরুল হাসান, শিবলী রানী দাশ, রানীগঞ্জ উচচ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্র্যাক ওয়াশ কর্মসূচি সুনামগঞ্জ এরিয়া সুপার ভাইজার মো: হুছেন আলী জানান, জগন্নাথপুর উপজেলার ছাত্র -ছাত্রীদের নিরাপদ পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত উন্নত পরিসেবার লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ছাড়াও ১১টি উচ্চ বিদ্যালয়ে এই প্রকল্পের কাজ চলছে।
Leave a Reply