বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নলুয়া নোয়াগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে আন্তর্জাতিক চ্যারিটি গ্লোবাল এইড এর পক্ষ থেকে একটি কোরবানির পশু উপহার দেয়া হয়েছে। সূত্র জানায় জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া নোয়াগাঁও গ্রামে ১২৫ টি পরিবার বসবাস করেন। কিন্তু এই গ্রামে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে কোনো প্রবাসী নেই। শুধুমাত্র কৃষি কাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এজন্য পুরো গ্রামে মাত্র একটি বা দুটি গরু কোরবানী করা হয়, যা দিয়ে পুরো গ্রাম কোরবানীর গোশত কাভার করা সম্ভব হয়নি। এই গ্রামের সারা আদি-অন্ত জানতেন ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোঃ আব্দুর রব। তাই তিনি আন্তর্জাতিক চ্যারিটি ট্রাস্ট গ্লোবাল এইড এর কাছে ঐ গ্রামের কথা বর্ণনা করেন। তিনির কথা শুনে ও এই গ্রামের মানুষের কথা ভেবে, আন্তর্জাতিক চ্যারিটি ট্রাস্ট গ্লোবাল এইড নলুয়া নোয়াগাঁও, হরিনাকান্দি, ভুরাখালি, কবিরপুর সহ পবিত্র ঈদুল আজহার কোরবানির পশু উপর দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক ক্বারি মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, মাওলানা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রুনু মিয়া, আসিক মিয়া, দলু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। নলুয়া নয়াগাঁও ও অন্যান্য গ্রামগুলোর পক্ষ থেকে ক্বারি, সাংবাদিক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া আন্তর্জাতিক চ্যারিটি ট্রাস্ট গ্লোবাল এইড কে অভিনন্দন জানিয়ে সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply