স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে (১০ রমজার) ২ এপ্রিল রবিবার সৈয়দ কছুর আলী ফকির সংগঠনে উদ্যোগে চিলাউড়া বাজারে সংগঠনের কার্যালয়ে এক ইফতারের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ কছুর আলী ফকির সংগঠনে উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক শিক্ষা অনুরাগী সাবেক দুদু বারের চেয়ারম্যান জনাব হারুনুর রশীদ হারুন, সংগঠনের সভাপতি আব্দুল আলী (আলেখ মিয়ার) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুজাত মিয়া ,ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আক্কল আলী শিল্পীর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ মহব্বত আলী, সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, কোষাধক্কর মোহাম্মদ নয়ন মিয়া, তাজোদ মিয়া, সাবেক মেম্বার মোঃ নুর মিয়া, কবি আলতাব আলী, আব্দুশ শহিদ, মোহাম্মদ শাহজাল মিয়া, পরুক মিয়া, খেলো মিয়া, চইল মিয়া, আখলিস মিয়া, মুজাহিদ মিয়া, রাজু মিয়া পাগলা, আখলিস মিয়া, ফুল মিয়া, আবুল হোসেন, রফিক মিয়া, বাবু মিয়া, লিকন মিয়া, ছানু মিয়া, শাহিন মিয়া, সেবুল মিয়া, লালন মিয়া, কছুর আলী মাজারের খাদেম সৈয়দ আকবর আলী সহ এলাকার গণ্যমান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ। উক্ত সংগঠনের অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন গ্রীরস প্রবাসী রাজা মিয়া, লন্ডন প্রবাসী হেলাল মিয়া, লন্ডন প্রবাসী সুমন মিয়া, লন্ডন প্রবাসী আনা মিয়া, ইটালি প্রবাসে ফুলো মিয়া।
Leave a Reply