হিফজুর রহমান তালুকদার জিয়া::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন স্বাধীন বাংলাদেশ ভয়ের কোন কারন নেই। বাংলাদেশ পরনির্ভরশীল রাস্ট্র নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বনির্বর জাতি হিসেবে মাথা উচু করে দাড়িয়েছি। সরকার গরীব অসহায় মানুষজনদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে মিলে মিশে বসবাস করছি। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় নিয়ে এসে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগনের প্রতি আহবান জানান। আজ (১০ জুন ২৩ ইং) শনিবার দুপুরে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, সুনামগঞ্জ জেলার পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাহতাবুল হাসান সমুজ, পরিকল্পনা মন্ত্রী পুত্র শাহাদাত মান্নান, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না সহ আরো অনেকে। পরে উপজেলার ২শত পরিবারের মধ্যে গভীর নলকূপ ও ৮শত পরিবারের মধ্যে টুইন-পিট ল্যাট্রিনের স্লিপ বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
Leave a Reply