দেশ বাংলা ডেস্ক::
বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মিয়া মনিরুল আলম আর নেই ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।আজ রবিবার বিকাল ৬টায় লণ্ডনের গাইজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।তিনি স্ত্রী ,দুই ছেলে ,দুই মেয়ে ,৬ ভাই,নাতি নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।তিনি বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের দীর্ঘ কালের সভাপতি ,ফক্সটন মসজিদের অন্যতম প্রতিষ্ঠা ও বিভিন্ন সংগঠণের সাথে সম্পৃক্ত ছিলেন ।
আলহাজ্ব মিয়া মনিরুল আলম সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন ।তিনি কেন্টের ফক্সটনে বসবাস করতেন ।মরহুমের গ্রামের বাড়ি ছিল মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে ।
মরহুমের মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।জানাযার নামাজ আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ইষ্ট লণ্ডন মসজিদে অনুষ্ঠিত হবে ।
Leave a Reply