মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নির্মিত দেশের অন্যতম সেতু রানীগঞ্জ কুশিয়ারা সেতু দেখতে পর্যটকদের উপচেপড়া ভীড় জমেছে।ঈদের দিন থেকে ধরে প্রতিদিন আনন্দ উপভোগ করতে আসছেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের আনাগোনায় রানীগঞ্জ কুশিয়ারা সেতু এলাকা মুখরিত হয়ে উঠে। থানা পুলিশের বিশেষ নজরদারিতে আগতরা সন্ধাবধি নির্বিঘ্নে আনন্দ উপভোগ করেছেন। দর্শনার্থীদের উপস্থিতিতে দর্শনার্থী সংশ্লিষ্টদের মুখেও হাসি ফুটেছে।
সরজমিনে দেখা গেছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপজেলা গুলোথেকে বিভিন্ন এলাকার প্রকৃতিপ্রেমীরা হালকা যানবাহনে রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুতে ছুটে এসেছেন। দুপুরের পর থেকে উপচেপড়া ভীড়ে মুখরিত হয়ে উঠে সেতু এলাকা।দুর-দুরান্তের প্রকৃতিপ্রেমীর সংখ্যা কম হলেও স্থানীয় লোকজনদের ভীড় ছিল লক্ষনীয়। হৈ-হুল্লোড় নাচ-গানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার কলকলিয়া ইউনিয়ন থেকে আগত জাফর আহমদ মৌলভীবাজার থেকে আগত সুমন আহমদ জানান, এবছর তারা ঈদের দিন জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুতে বেড়াতে যান। গত ঈদে এরকম মানুষের আনাগোনা দেখেছি। এবার যেন কুশিয়ারার রানীগঞ্জ সেতুতে ঈদ আনন্দ উপভোগে লোকজন হুমড়ি খেয়েছেন। তবে দর্শনার্থীদের বিনোদনের জন্য এই সেতুতে নতুন কোন কিছু সংযোজন করা হয়নি। ফলে একই জিনিস বার বার উপভোগ করতে হচ্ছে।
সেতু এলাকার সাজু আহমদ জানান, সকাল ১০ টা থেকে সেতুতে লোকজন আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা আসছেন। ব্যাপক দর্শনার্থীদের আগমনে জগন্নাথপুরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। পুলিশের সার্বক্ষনিক নজরদারির কারণে এখানে কোন ধরনের প্রতিবদ্ধকতা ছাড়াই স্থানীয় ও দুরের দর্শনার্থীরা আনন্দ উপভোগ করে বাড়ি ফিরছেন।
গত বছরের ছেয়ে এবার ঈদের দিন থেকে ব্যাপক দর্শনার্থীর আগমন ঘটছে। আরও কয়েকদিন তা অব্যাহত থাকবে বলে তিনি মনে করছেন।
Leave a Reply