মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর সরকারি কলেজের ভর্তি ব্যাচ-৯৩ এর বন্ধু মহল যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ ও জুনেদ আহমেদ এর স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর সরকারি কলেজের-৯৩ ভর্তি ব্যাচের বন্ধুমহলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ১লা ফেব্রুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২ টায় জগন্নাথপুর পৌর শহরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় হবিবপুরে অনুষ্ঠিত হয়। সিলেট বারের এডভোকেট লিটন মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহিদ রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ, জুনেদ আহমদে। এসময় জগন্নাথপুর সরকারি কলেজের ১৯৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। গল্পে গল্পে আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে একটি দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে ৯৩ ভর্তি ব্যাচের বন্ধুমহলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জগন্নাথপুর সরকারি কলেজের ৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জগন্নাথপুর সরকারি কলেজের ৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীদের অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে লালন করে এগিয়ে যেতে হবে। এই ব্যাচের শিক্ষার্থীদের মাধ্যমে অসংখ্য জীবন মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের কার্যক্রম গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জীবনে এরকম একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে আয়োজককে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। ১৯৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীদের এ আয়োজন ধারাবাহিকভাবে করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সকলেই। অনুষ্ঠানের শুরুতেই শব্দসিঁড়ি সাহিত্য সংগঠন এর সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান প্রচার সম্পাদক ও নলজুর নদীর বাঁকে গ্রন্থের লেখিকা, কবি, সাহিত্যিক মুহসিনা খাতুন রুমির লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ উপস্থিত সকল বন্ধুদের হাতে তুলে দেন।
Leave a Reply