আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংঙ্গীত, মানববন্ধন, গন স্বাক্ষর ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাবেশে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত রায়, সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ, গনেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, সদস্য আব্দুল হক, সদস্য আনোয়ার হোসেন, জগন্নাথপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার, সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাহরিমা আক্তার, স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যয় গোপ প্রমূখ।
Leave a Reply