স্টাফ রিপোর্টারঃ- ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে উত্তর সিটি করপোরশেন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি করপোরেশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংসদ শেখ ফজলে নুর তাপস, হাজী মোহাম্মদ সেলিম, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হক ও মুক্তিযোদ্ধা এম এ রশিদ। আজ বুধবার সকাল থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।বেলা তিনটার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়ন পত্রের ফরম সংগ্রহ করেন। আর বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল।ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ২৫ হাজার টাকায় দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ২৭ ডিসেম্বর বিকাল পাঁচটার মধ্যে সেটি জমা দিতে পারবেন।গত রবিবার ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৫ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।
Leave a Reply