জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টায় দুই সিএনজি স্ট্যান্ডের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানাযায়, জগন্নাথপুর পৌর পয়েন্ট পূর্বপাড়ের সিএনজি অটোরিকসা ষ্ট্যান্ড ও শহরের রানীগঞ্জ সিএনজি অটোরিকসা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে যাত্রী উঠা নামানোাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ শনিবার সকাল ১০টায় পৌর পয়েন্ট পূর্বপাড়ের সিএনজি অটোরিকসা ষ্ট্যান্ড ও শহরের রানীগঞ্জ সিএনজি অটোরিকসা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আব্দুল মতিন (৪০), লিটন মিয়া (২৬), আব্দুল কাদির (৩২), লিটন মিয়া (৩২), সেবুল মিয়া(২১), আলফু মিয়া (৩৫), লিটন মিয়া (২৮), খোকন মিয়া (২০), শ্যামল মিয়া (৩৫), নিজাম মিয়া (৩০), রায়হান মিয়া (২০) আহত হয়েছেন। এদের মধ্যে সেবুল মিয়া ও রায়হান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল মতিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষের ঘটনায় দুই স্ট্যান্ডের সিএনজি অটোরিকসা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply