মোঃ হুমায়ূন কবীর ফরীদিঃ
সব বাধা-বিপত্তিকে জয় করে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মেধাবী শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল কাইফ।অদম্য মেধা, ইচ্ছাশক্তি আর প্রচন্ড পরিশ্রমই যে সব অর্জনের চাবি-কাঠি, এটি আবারও প্রমাণ করলো কাইফ।আব্দুল্লাহ আল কাইফ হাওর কন্যা খ্যাত জ্ঞানী -গুনীজনের অভায়ারন্য সুনামগঞ্জ জেলাধীন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দি (মোকাম বাড়ী) গ্রাম নিবাসী প্রাথমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ও সহকারী শিক্ষিকা মোছাঃ রেহেনা বেগম এর বড় ছেলে।কাইফ এরালিয়ায়া বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের জেএসসি পরিক্ষায় অংশগ্রহন করে জিপিএ ৫ পেয়েছে।সে প্রাথমিক সামপনী পরিক্ষায় গোল্ডেন জিপিএ – ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
লেখা-পড়া করে কি হতে চায় জানতে চাইলে কাইফ অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলে, লেখা -পড়া করে ডাক্তার হতে চাই।এক প্রশ্নের জবাবে সে আরো বলে, অতিতের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে আনন্দ পাচ্ছি । এই ভাল ফলাফলের জন্য মা-বাবা, শিক্ষক এবং সহপাঠীদের কাছে কৃতজ্ঞ। সকলের নিকট দোয়া প্রার্থী।
তার এই কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনের জন্য “কাইফ”এর পিতা-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ও মাতা- শিক্ষিকা মোছাঃ রেহেনা বেগম বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এবং অদূর ভবিষ্যতে যেন সে আরো ভাল রেজাল্ট করতে পারে সে জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply