জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরের পল্লীতে লিজ গ্রহীতা আব্দুল হক (৪০) এর ওপর লিজদাতা সহ তার লোকজনের হামলায় গুরুতর আহত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছে। সে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী থানার মেন্দিপুর গ্রামের হাবিবুর রহমানে ছেলে। দীর্ঘদিন ধরে আব্দুল হক স্ব-পরিবারের উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের জাহিদ চৌধুরীর বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৪টায় চাঁনপুর গ্রামে। আহত আব্দুল হকের স্ত্রী রাকিবা বেগম জানান, আমার স্বামী আব্দুল হক চাঁনপুর গ্রামের আব্দুল মতিন চৌধুরীর কাছ থেকে তার মালিকানা ডোবা মাছ ধরার জন্য লিজ নিয়ে থাকেন। রবিবার (৫ জানুয়ারী) আমার স্বামী লিজকৃত ডোবা থেকে মাছ ধরে বিক্রয় করে বাড়ি ফেরার পথে চাঁনপুর জামে মসজিদে পাকা রাস্তায় পৌছা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে তার ছেলে লিটন মিয়া ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে জাবেল মিয়া আমার স্বামীকে মারধোর করে তার বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার স্বামীকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে আমার স্বামী আব্দুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Leave a Reply