জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় কামাল কমিউনিটি সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্টানে দুর্বৃত্তদের হাতে নিহত আনন্দ সরকারের পরিবারকে এনজিও সংস্থা আশা কর্তৃক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার আশার কার্যালয়ে আনন্দ সরকারের পরিবারের হাতে ৫হাজার টাকার অনুদান করা হয় এবং আনন্দ সরকার এনজিও সংস্থা আশা’র কাছ থেকে ২নভেম্বর নেয়া ৩০হাজার টাকা ঋনটি আশা কর্তৃপক্ষ মওকূপ করে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আশা’র ম্যানেজার কাঞ্চন কৈরী, সহকারী ম্যানেজার মো: মনোয়ার হোসেন খান, মাঠকর্মী আবুল হোসেন, জাকির হোসেন, ব্যবসায়ী ধনঞ্জ গোপ, আনন্দ সরকারের পিতা সুনীল চন্দ্র সরকার, মাতা জো¯œা রানী সরকার প্রমূখ।
Leave a Reply