জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতাহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্যাপক আলোচনান্তে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দের মৌখিক নির্দেশনা মোতাবেক উপজেলাধীন ৩ নং মিরপুর, ৫ নং চিলাউড়া হলদিপুর, ৬নং রানীগঞ্জ ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত করা হয় এবং উপরোক্ত কমিটি সমূহ সহ প্রতিটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের জন্য উপজেলা শাখার সহ সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে ৭টি সাংগঠনিক টিম গঠন করা হয়। সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন কলকলিয়া ইউনিয়নে মোতাহীর আলী নুনু, সুদীপ ভট্টাচার্য্য, কয়েছ মিয়া, পাটলী ইউনিয়নে আকমল হোসেন, এমদাদুর রহমান সুমন, দিলু বক্স. মিরপুর ইউনিয়নে রাজু চৌধুরী, তানিম আহমদ, সোহেল আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে মকসুদ, সুদীপ ভট্টাচার্য্য, জয়নুল কোরেশী, রানীগঞ্জ ইউনিয়নে হোসেন আহমদ টিটু, জিয়াউর রহমান জিয়া, লিতু খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সিদ্দিকুর রহমান, জালাল আহমদ, বিশ্বজিত ভট্টাচার্য্য, আশারকান্দি ইউনিয়নে আছাদ কোরেশী, তানিম আহমদ, নাছির উদ্দিন জনি। প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো: রনি মিয়া জানিয়েছেন।
Leave a Reply