জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্ট ৪-৩ গোলে টিয়ারগাঁও একাদশকে হারিয়ে গুদামঘাট বিশ^নাথ বিজয়ী হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় হবিবপুর স্টেডিয়ামে অনুষ্টিত খেলাটি উপভোগ করতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। আগামীকাল শনিবার ইকড়ছই স্পোটিং ক্লাব বনাম দিরাই স্পোটিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্টিত হবে বলে খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার মো: আবিবুল বারী আয়হান জানিয়েছেন।
Leave a Reply