জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে প্রেমিকের হাত ধরে এক স্কুল ছাত্রী ঘর ছাড়ার ৪দিন পর পুলিশ তাদের উদ্ধার করেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বিলকিছ বেগম বাদী হয়ে সালাম উদ্দিনকে প্রধান আসামী করে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭/৩০ অপহরন ও সহায়তা করার অপরাধে মামলা দায়ের করেন। যার নং ২৬ তারিখ ৩০/০১/২০২০ইং। মামলা দায়েরের পর বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এস আই অনিক দেব নেতৃত্বে একদল পুলিশ দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মোক্তাখাই এলাকায় অভিযান চালিয়ে ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে সালাম উদ্দিন ও প্রেমিকা স্থানীয় পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রামের সৌদি প্রবাসী মখলিছ মিয়ার মেয়েকে উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, শক্তিয়ার গাঁও গ্রামের সালাম উদ্দিন ও পাড়ারগাঁও গ্রামের সৌদি প্রবাসী মখলিছ মিয়ার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের সম্পর্কের কারনে ২৬ জানুয়ারী সালাম উদ্দিনের সাথে মখলিছ মিয়ার মেয়ে পালিয়ে যায়। এনিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনিক দেব জানান, মামলা দায়েরের পর মামলার প্রধান আসামী সালাম উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন হয়। মামলার অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply