স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় প্রতিষ্টিত শিকর পরিবারে উদ্যোগে শাহপুর এলাকার মরহুমদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার বাদ জুহর হবিবপুর শাহপুর এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আব্দুল তাহিদ, কেরামত উল্ল্যা, আব্দুল হেকিম, আব্দুল রাজ্জাক, মারফত আলী, মনোহর আলী, এখলাছ মিয়া, শফিক মিয়া, আব্দুল রব, আবু নাছির ইয়াহিয়া, জাইবিল্লা, আব্দুল গণী, আব্দুল মতিন, ওয়াজিদ উল্ল্যা, আব্দুল আজিজ, আব্দুল খালিক, আব্দুল বশির, আব্দুল চন্দন, শরিয়ত উল্ল্যা, মোসাইদ আলী, এরশাদ আলী, গেদা উল্ল্যা, আরব আলী, তফজ্জুল আলী, আব্দুল জব্বার, আব্দুল ওয়াইস, মনফর উল্ল্যা, আব্দুল সাদিক, জয়নুল করিম, ফয়জুল করিম, আফতাব আলী স্মরনে তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন। এসময় জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, আমেরিকা প্রবাসী আব্দুশ শহীদ ইব্রাহিম, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, সাবেক ইউপি সদস্য সাদেকুর রহমান ছাদেক, মুরব্বী আমরু মিয়া, আলী নুর কন্ট্রাক্টর, যুক্তরাজ্য প্রবাসী সানু মিয়া, আলিপ মিয়া, উসমান রকিব, আবুল বশর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, তরুন সমাজসেবী তারেক মিয়া, রায়হান মিয়া, আব্দুল হামিদ, আবুল হোসেন, কাহের আরিফ, মুহিবুর রহমান, আবুল খয়ের, আল আমিন, ইফতেখার আহমেদ, শের আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply