জগন্নাথপুর অফিসঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। তফশিল অনুয়ায়ী ২৭ ফেব্রয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১ মার্চ বাছাই, ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং ২৯ মার্চ ভোট গ্রহন।রোববার (১৬ ফেব্রæয়ারি) নির্বাচন কমিশন জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে শূন্য আসনে নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। উল্লেখ্য গত ১১ জানুয়ারি যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ মারা যান। তাঁর মৃত্যুতে মেয়র পদ শূন্য ঘোষণা করে প্যানেল মেয়র শফিকুল হক শফিককে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করা হয়। শূন্য মেয়র পদে আগামী ২৯ মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।
Leave a Reply