স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জগন্নাথপুর পৌর শহরের লুদুরপুর এলাকার বাসিন্দা ইকবাল এম হোসাইন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার এর ভাতিজা। জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া জানিয়েছেন। আসন্ন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে অংশ গ্রহণ করতে ইকবাল এম হোসাইন শীঘ্রই দেশে আসছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মী ও পৌর শহরের সর্ব মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী ইকবাল এম হোসাইন বলেন, ‘‘আমার পরিবার মুক্তিযোদ্ধের স্বপক্ষের পরিবার। চাচা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আরেক চাচা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলাসহ বিশেষ করে জগন্নাথপুর উপজেলার উন্নয়ন কর্মকান্ডে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমি নিজেই যুক্তরাজ্যের লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আওয়ামী রাজনীতিক পরিবারের সন্তান হিসেবে মেয়র পদে উপ নির্বাচনে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। ইকবাল এম সোবহান জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শেখ রাসেল মেমোরিয়াল ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার হিসেবে সামাজিক সংগঠনের মাধ্যমে জনসেবার পাশাপাশি লন্ডনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলীয় কর্মকান্ডে সক্রীয়ভাবে অংশ গ্রহন করেন।
Leave a Reply