স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে বড়ফেচী গ্রামের বাসিন্দা তাজপুর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুরাদ প্রার্থীতা ঘোষনা করেছেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও অবদান রেখে যাচ্ছেন। মুজিবুর রহমান মুরাদ জানান, ৭০’র নির্বাচন থেকে এ পর্যন্ত তিনি দলের বিভিন্ন কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। ৭১’র যুদ্ধের সময় যখন পাক হানাদার বাহিনী বড়ফেচী এলাকায় নির্যাতন চালায় তখন তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ পরিবারের সন্তান মুজিবুর রহমান দলীয় বিভিন্ন কর্মকান্ডে অগ্রভাগে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ত্যাগী নেতা হিসেবে এলাকায় উল্লেখ্য যোগ্য অবদান রেখে যাচ্ছেন। দুর্নিতীমুক্ত ক্লিন ইমেজের এ নেতাকে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করলে দলীয় কর্মকান্ড গতিশীল ও দলীয় সুনাম অক্ষুন্ন সহ নেতাকর্মীদের মধ্যে প্রান চাঞ্চল্য ফিরে আসবে।
Leave a Reply