স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রানীগঞ্জ বাজারের রাফি এন্টার প্রাইজে খাদ্য সামগ্রীর পাশে কেরোসিনের ড্রাম রাখায় ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সামগ্রী রাখায় ও মেয়াদোর্ত্তীণ বিভিন্ন খাদ্য দ্রব্য রাখার অপরাধে রবিন্দ্র রায় এর দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ভুমি মো: ইয়াসির আরাফাত জানান, বাজারে মেয়দোত্তীর্ন খাদ্য সামগ্রী, বিভিন্ন খাদ্য লেবেল না থাকা, প্লাষ্টিকের বস্তায় খাদ্য সামগ্রী বাজারজাত এবং সরকারি অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply