জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লোকমান মিয়া কর্তৃক জোর পূর্বক দেয়াল নির্মাণ করে কৃষকদের একমাত্র বোরো ফসল হাওর থেকে উত্তোলনের রাস্তাটি বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উত্তর কালনীরচর গ্রামবাসীর পক্ষে মাসুক মিয়া বাদী হয়ে যুক্তরাজ্য প্রবাসী লোকমান মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয় উত্তর কালনীরচর গ্রামের জামে মসজিদ পয়েন্ট হতে হাওরমূখী রাস্তা দিয়ে স্কুল, কলেজে পড়–য়া শিক্ষার্থীরা সহ এলাকার লোকজন যাতায়াতের পাশাপাশি হাওরের বোরো ফসল উত্তোলন করে থাকেন। প্রবাসী লোকমান মিয়া অবৈধভাবে জোর পূর্বক দেয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। যার ফলে এলাকার জনসাধারন যাতায়াতে চরম দূর্ভোগে রয়েছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার শান্তি শৃংখলা রক্ষা সহ দেয়ালটি উচ্ছেদ করে প্রবাসী লোকমান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
Leave a Reply