স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকায় আদালতের নির্দেশে শাহ আবরু মিয়ার নিকট থেকে বিরোধীয় মূল্যবান ভুমিটুকু উদ্ধার করে শাহ আব্দুল মতিন গংদের বুঝিয়ে দেয়া হয়। আজ শনিবার সকাল ১১টায় আদালতের নির্দেশ মোতাবেক শাহ আবরু মিয়ার উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির দেবাশীষ দে ভুমিটুকু শাহ আব্দুল মতিনের ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী শাহ সুহেলুর হক সুহেলকে বুঝিয়ে দেয়া হয়।
জানাযায়, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মৌজার ৪৫নং জেএল স্থিত ১৪নং দাগে যৌথ সম্পত্তি রয়েছে। উক্তভুমির চারদিকে সীমানা প্রাচীর নির্মান করে সম্পূর্ন ভুমিটুকু শাহ আবরু মিয়া তার দখলে নিয়ে যায়। এনিয়ে অনেকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে ২০০১সালে শাহ আব্দুল মতিন গং বাদী হয়ে শাহ আবরু মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর অবশেষে আদালতের নির্দেশে গতকাল শনিবার আব্দুল মতিন গংদের ৩ একর ৪৯ শতক জমি বুঝিয়ে দেয়া হয়। আইন শৃংখলা বাহিনীর উপস্থিততে বিরোধীয় ভুমিতে অবস্থিত সীমানা প্রাচীর ও স্থাপনা ভলটেজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এসময় সিসি কমিশনার রফিকুল ইসলাম, নায়েবে নাজির মো: গোলাম কিবরিয়া, জারীকারক গোপাল চন্দ্র দাশ, আইনজীবি সহকারী মঈন উদ্দিন উপস্থিত ছিলেন। মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট স্বপন কুমার দেব ও অ্যাডভোকেট মির্জা আবু তাহের।
Leave a Reply