জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ- সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে থাকা লন্ডন ফেরত প্রবাসী সোনারা বেগম (৬১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের লন্ডন প্রবাসী সুরাব আলীর স্ত্রী। সোনারা বেগম গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। বৃহস্পতিবার সোনারা বেগম যুক্তরাজ্য যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে তার শরীরে করোনা ভাইরাস রয়েছে সন্দেহে সেখানকার কর্তব্যরতরা তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসার জন্য পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৩টায় তার মৃত্যু হয়। আজ রোববার দুপুরে সিলেট নগরীর মানিকপীর মাজারের কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে মরদেহ দাফনের জন্য সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ড্রেজার দিয়ে কবর খোঁড়া হয়। দুপুর ১টায় একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনা হয় এবং দাফন করা হয়। এ সময় সিলেটের সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিলেটের সিভিল সার্জন’র কার্যালয় সূত্রে জানাযায় সরকারি নিয়ামনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মরদেহের কাছে কাউকে ঘেঁষতে দেয়া হয়নি। মৃতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
Leave a Reply